আমুদরিয়া নিউজ : কোনও রাজ্যের বিধানসভায় কোনও বিল পাশের পরে তা রাষ্ট্রপতির কাছে গেলে সম্মতি দেওয়ার ক্ষেত্রে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বলে মত প্রকাশ করল ভারতের সুপ্রিম কোর্ট। তামিলনাড়ু সরকার এবং রাজ্যপালের মামলায় সুপ্রিম কোর্ট রায় দিতে গিয়ে ওই মতামত জানিয়েছে। সর্বোচ্চ আদালত এটাও বলেছে, কোনও কারণে তিনমাসের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ সম্ভব না হলে উপযুক্ত কারণ জানিয়ে দিতে হবে রাষ্ট্রপতি ভবনকে। এবং সেই কারণ সংশ্লিষ্ট রাজ্য সরকারকেও জানাতে হবে রাষ্ট্রপতি ভবনকে। তামিলনাড়ু সরকারের অভিযোগ, সে রাজ্যে বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল রাজ্যপালের সম্মতির জন্য ২ বছরের বেশি সময় ধরে পড়ে রয়েছে। রাজ্যপালের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতির কাছে বিল পাঠানো হয়েছে। সংবিধানে অবশ্য রাষ্ট্রপতি কতদিনের মধ্যে সম্মতি দেবেন তার কোনও নির্দিষ্ট সময়সীমার উল্লেখ নেই।
