আমুদরিয়া নিউজঃ উত্তর-পূর্ব ভারতের সব থেকে বড় মেলা কোচবিহারের রাসমেলা। পনেরো দিনের এই মেলায় কয়েক লক্ষ লোক আসেন এই মেলায়। রাজ্য ছাড়িয়ে দেশের অনেক জায়গা থেকেও মেলাতে বহু মানুষ আসেন। দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় পণ্য সামগ্রী নিয়েও হাজির হন অনেক ব্যবসায়ী। তাই মেলার নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সব দিক দেখে মেলার কয়েকটি দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে কোচবিহার পুলিশ প্রশাসন।
কোচবিহার পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাসমেলায় সিও পদ মর্যাদার একজন আধিকারিক, দুই জন অ্যাডিশনাল পুলিশ আধিকারিক, ১১ জন ডিএসপি, ২০ জন ইন্সপেক্টর, ১৫০ জন অফিসার, ৭-৮ শো পুলিশ কর্মী ও ৫৫০ জন সিভিক ভলান্টিয়ার্স থাকছে।
এছাড়া অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চ, পিঙ্ক পেট্রোল টিম ও মহিলা উইনার্স টিম মেলায় থাকছে। তারা মেলায় ঘুরে ঘুরে সব কিছু নজর রাখবে। এছাড়া মেলায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলবে। মেলায় ঢোকার জন্য ২৫ টি চেকপোস্ট করা হয়েছে। সেখানেও অনেক পুলিশ থাকছে। মেলা যাতে সুষ্ঠু মতো হয় তার জন্য নিরাপত্তায় কোন খামতি রাখতে নারাজ জেলা প্রশাসন।