আমুদরিয়া নিউজ : ভারতের প্রবাদপ্রতিম শিল্পপতি রতন টাটা গত 9 অক্টোবর প্রয়াত হন। তাঁর উইলে কি আছে তা নিয়ে কৌতুহল ছিল তুঙ্গে। সংবাদ সংস্থার সুবাদে তার কিছু অংশ সামনে এসেছে। সেখানে তাঁর ১০ হাজার কোটি টাকার সম্পত্তি ভাই জিমি টাটা, সৎ বোন শিরিন ও ডিয়ানা জেজিভায় এবং প্রিয় পোষা কুকুর টিটোকেও একাংশ দিয়েছেন। সেই উইলে রয়েছে রাঁধুনি রাজনের নাম। গৃহকর্মী সুব্বিয়াও ভাগ পেয়েছেন। ইদানীং সবচেয়ে আলোচিত শান্তনু নাইডুকেও দিয়েছেন সম্পত্তির ভাগ।
রতন টাটা তার উইলে জার্মান শেফার্ড টিটোকে আজীবন যত্ন করার জন্য বরাদ্দ রেখেছেন। দেখাশোনা করবেন রাঁধুনি রাজন। রতন টাটার এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট শান্তনুর ‘গুডফেলো’ সংস্থা থেকে টাটা তার অংশীদারিত্ব ছেড়ে দিয়েছেন। শান্তনু বিদেশে পড়াশোনার জন্য যে ব্যক্তিগত ঋণ নিয়েছিলেন সেটা মকুব করেছেন। টাটা গ্রুপের সংস্থায় কাজ শুরু করা পুনের যুবক শান্তনুর সঙ্গে রতন টাটার বন্ধুত্ব গড়ে ওঠে দুজনের কুকুর প্রেম থেকে।
এ ছাড়া রতন টাটার বেশির ভাগ শেযার তাঁর নামাঙ্কিত টাটা এনডাউমেন্ট ফাউন্ডেশনে (আরটিইএফ) চলে যাবে। এই ফাউন্ডেশন অলাভজনক কাজের জন্য টাকা দেবে।