আমুদরিয়া নিউজ ডেস্ক : এসএএস উড়ান সংস্থার একটি বিমান নরওয়ের অসলো থেকে স্পেনের মালাগা যাচ্ছিল। যাওয়ার পথে ডেনমার্কের কোপেনহেগেনের কাছাকাছি এক মহিলা যাত্রীর কাছে দেওয়া খাবারের প্যাকেট থেকে একটি নেংটি ইঁদুর লাফিয়ে পড়ে।
যা জানার সঙ্গে সঙ্গেই পাইলট বিমানটিকে ডেনমার্কের কোপেনহেগেনে জরুরি অবতরণ করান। যাত্রীদের ভিন্ন একটি ফ্লাইটে মালাগায় পৌঁছে দেয়া হয়। উড়ান সংস্থা জানিয়েছে, ইঁদুর তার কেটে দিতে পারে। তা হলে বড় অঘটনের আশঙ্কা থাকে। তাই বিমান সঙ্গে সঙ্গে অবতরণ করানো হয়। এত চেকিং থাকার পরেও গণেশের বাহন কীভাবে বিমানে উঠে পড়ল সেটাই স্পষ্ট নয়।