আমুদরিয়া নিউজ : টম অ্যান্ড জেরি কার্টুন ছোট বড় সকলের প্রিয়। সম্প্রতি আসল দুনিয়ার এক টম আর জেরির ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা গেল যেখানে ইঁদুরটিকে দেখে মনে হচ্ছে সে বিড়ালটির কানে কানে কিছু বলছে। আর বিড়ালটিও তা মন দিয়ে শুনছে। এই ভিডিওর সাথে আসল কার্টুনের একটি অংশ জুড়ে দেওয়া হয় যা হুবহু মিলে যাচ্ছে।
