আমুদরিয়া নিউজ : বাড়িতে খাটের উপর বসে বিস্কুট খাচ্ছে এক খুদে। বেশ রিল্যাক্স লাগছে তাকে দেখে। তবে তার পাশে তার আত্মীয়রাও বসে রয়েছেন। তারা মোটেই রিল্যাক্স নন। রীতিমত ওই খুদের খাতা নিয়ে বসে পড়েছেন হোমওয়ার্ক করতে। রাজরাজাদের ঢঙেই বসে আছে খুদে। ভাইরাল এই ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, ওই খুদের ভাগ্য বেশ ভালো। হাতে চকলেট বিস্কুট পেয়েছে। না হলে হোমওয়ার্কের দরুণ চটি, জুতো, লাথি কত কিছুই না বরাদ্দ থাকে।
