আমুদরিয়া নিউজ : কঙ্গোর গোমা শহরে ঢুকে পড়েছে রোয়ান্ডার মদতপুষ্ট এম ২৩ বিদ্রোহীরা। তাদের সঙ্গে কঙ্গোর সামরিক বাহিনীর সংঘর্ষে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। ৩৭০ জন আহত হয়েছেন। জনজীবন প্রায় অবরুদ্ধ। শাসনকে হটানোই রুয়ান্ডাপন্থীদের উদ্দেশ্য। গোমা শহরের প্রায় ১০ লক্ষ মানুষ ঘরছাড়া।
সেখানে প্রায় ২৫ হাজার ভারতীয় বসবাস করেন। শুক্রবার বিদেশমন্ত্রকের তরফে আটকে থাকা ভারতীয়দের সতর্ক করা হয়েছে। তাঁদের হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে।