আমুদরিয়া নিউজ : নতুন বছরে প্রাপ্তি। উত্তরবঙ্গ পাচ্ছে নতুন ট্রেন। উত্তরবঙ্গের মাটি ছুঁয়ে শিয়ালদহ ছুটবে মদনমোহন এক্সপ্রেস। এরফলে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কলকাতা যাওয়ার রাত্রীকালীন ট্রেনের দাবিও পূরণ হবে শিলিগুড়িবাসীর। উত্তর-পূর্ব সীমান্ত রেলের একটি প্রস্তাবকে কেন্দ্র করে এমনই সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। রেলের ওই প্রস্তাবটি বাস্তবের মুখ দেখা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, যারা সরাসরি বহরমপুর, কৃষ্ণনগর যেতে চান, এই ট্রেনটি চালু হলে তারা ভীষণ উপকৃত হবেন। কেননা, ট্রেনটি নসিপুর সেতুর উপর দিয়ে চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। এই ট্রেনের পথ চলা শুরু হলে নতুন বছরে উত্তরবঙ্গ বাসীর কাছে তা একরকম উপহার প্রাপ্তি হবে। সবকিছুই ঠিকঠাক হয়ে গিয়েছে। অনুমোদন শুধু সময়ের অপেক্ষা বলে রেল সূত্রে খবর।
উত্তর-পূর্ব রেলের ওই প্রস্তাব অনুসারে, দৈনিক ট্রেনটি ধুবড়ি থেকে ছাড়বে বিকেল সাড়ে পাঁচটায়। তুফানগঞ্জ, নিউ কোচবিহার, মাথাভাঙ্গা, নিউ চ্যাংরাবান্ধা, জলপাইগুড়ি রোড হয়ে ট্রেনটি নিউ জলপাইগুড়ি এসে পৌঁছাবে রাত ১০টা ২০ মিনিটে এবং ১০ মিনিট থাকার পর অর্থাৎ রাত সাড়ে ১০টায় ট্রেনটি এনজেপি থেকে শিয়ালদার উদ্দেশে যাত্রা করবে। রাত ৮টা ৪০ মিনিটে ছাড়া পদাতিক এক্সপ্রেসের পর এনজেপি থেকে কলকাতা যাওয়ার আর কোনও ট্রেন নেই। সম্প্রতি এ ব্যাপারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোকে চিঠি পাঠান শিলিগুড়ির বিধায়ক বিজেপির শংকর ঘোষ। ফলে মদনমোহন এক্সপ্রেস চালু হলে সেই দাবিও পূরণ হবে। ট্রেনটি নশিপুর সেতু দিয়ে চালানোর পরিকল্পনা রয়েছে, ফলে যাঁরা সরাসরি বহরমপুর, কৃষ্ণনগর যেতে চান তারা ভীষণভাবে উপকৃত হবেন। জানা গিয়েছে, নিউ ফরাক্কা জংশনের পর ট্রেনটি জঙ্গিপুর রোড হয়ে আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, বহরমপুর, পলাশি, বেথুয়াডহরি, কৃষ্ণনগর, রানাঘাট, নৈহাটি হয়ে শিয়ালদা পৌঁছাবে সকাল সাড়ে ৯টায়।
শিয়ালদা থেকে ট্রেনটি ধুবড়ির উদ্দেশে প্রত্যেকদিন রওনা দেবে রাত ৮টা ৫০ মিনিটে এবং ধুবড়ি পৌঁছাবে পরের দিন দুপুর ১২টা ৫০ মিনিটে। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, ধুবড়ি এবং শিয়ালদার মধ্যে দৈনিক একটি ট্রেন চালানোর ব্যাপারে রেল বোর্ডের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
অন্যদিকে নতুন ট্রেনের চাকা কত দ্রুত গড়ায়, তারই প্রতীক্ষায় রয়েছে উত্তরবঙ্গবাসী।