আমুদরিয়া নিউজ : প্যালেস্টাইনের গাজায় হামাসের হাতে পণবন্দি থাকা বাকিদের মুক্তি না দিলে ভযঙ্কর পরিণতি হবে বলে হুমকি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হামাসের উদ্দেশে পাঠানো বার্তায় বলেছেন, এটি হল শেষ সতর্কবার্তা। এটা না মানলে নরক দর্শন করানো হবে হামাসকে। ট্রাম্প তাঁর যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে ওই হুঁশিয়ারি দেন। তিনি এটাও লিখেছেন, কাজটি শেষ করতে যা যা দরকার, সবই আমি ইসরায়েলকে পাঠিয়েছি। আমি যা বলেছি, তা যদি তোমরা না করো, তা হলে একজন হামাস সদস্যও নিরাপদ থাকবে না। বলে ট্রাম্পের হুমকি। আমেরিকার পক্ষ থেকে একজন ট্রাম্পের দূত হিসেবে হামাসের এক কর্তার সঙ্গে বৈঠকও করেন। ইজরায়েলের দাবি, এখনও ৫৯ জন পণবন্দি হামাসের কাছে রয়েছে। তাঁদের মধ্যে ২৫ জনের মতো জীবিত বলে মনে করা হচ্ছে। বেশ কয়েকজন মধ্যে মার্কিন নাগরিকও হামাসের হাতে রয়েছেন।
