আমুদরিয়া নিউজ : প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামের সংস্কার কাজের পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে সেখানে থাকা লিওনার্দো দা ভিঞ্চির আঁকা চিত্রকর্ম মোনালিসা নতুন একটি স্থানে সরিয়ে নেওয়া হবে। ২০৩১ সালে সেটা খুলে দেওয়া হবে। মোনালিসাকে দেখতে হলে দর্শনার্থীদের আলাদা করে টিকিট কাটতে হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ গত মঙ্গলবার ল্যুভর জাদুঘরে চিত্রটির সামনে দাঁড়িয়ে তাঁর নতুন রেনেসাঁ প্রকল্পের রূপরেখা ঘোষণার সময় এসব কথা বলেন।