আমুদরিয়া নিউজ : ওস্তাদ রসিদ খানের স্মরণে অনুষ্ঠান হল কোচবিহারে। শনিবার রবীন্দ্র ভবন মঞ্চে সদ্য প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রসিদ খানের স্মরণে এই অনুষ্ঠান হয়। এদিনের অনুষ্ঠানের পরিচালনা করে ধূমকেতু আন্তর্জাতিক নজরুল অ্যাকাডেমি। দুই দিন ধরে গীত-বাদ্য-নৃত্য এই অনুষ্ঠান চলবে। এদিনের অনুষ্ঠানে আন্তর্জাতিক নজরুল অ্যাকাডেমির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, কোচবিহার কোতয়ালী থানার আইসি তপন পাল সহ অন্যান্য বিশিষ্ট জন। শনিবার উদ্বোধনের মধ্যে দিয়ে এই শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার সূচনা হয়।