আমুদরিয়া নিউজ : কোথাও ১০০-১৫০ গ্রাম, কোথাও বা ২০০-৩০০ গ্রাম খোকা ইলিশের দেদার বিক্রি মালদা বাজারে। মানিকচক, রতুয়া, কালিয়াচক সহ মুর্শিদাবাদ সংলগ্ন ফারাক্কাতে জাল ফেলতেই উঠে আসছে এই ছোট আকারের রুপোলি শস্য। আর সস্তা দামে তা কিনতেই হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। তবে এভাবে ছোট ইলিশ মৎস্যজীবীদের জালে ধরা পড়ায় ভবিষ্যতে বড় ইলিশের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় পরিবেশপ্রেমীরা। মৎস্য দফতরের তরফে অবশ্য জানানো হয়েছে, এ ব্যাপারে আইন থাকলেও আপাতত প্রচার ও সচেতনতার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে বিষয়টি।
