আমুদরিয়া নিউজ :
আমেরিকায় যখন এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের মানুষদের প্রতি একের পর এক কঠোর নিয়ম জারি করে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখনই সে দেশের দুই সমলিঙ্গের মানুষ সমস্ত বাঁধ ভেঙে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন। তাঁদের মধ্যে একজন অলিম্পিক খেলায় আমেরিকার হয়ে প্রতিনিধিত্বও করেছেন। আসুন জেনে নিন এই দুই ভালবাসার মানুষ আসলে কারা।
২৪ বছর বয়সী অলিম্পিক জিমন্যাস্ট জেড কেরি প্রকাশ করেছেন যে তিনি এলজিবিটিকিউ প্লাস। তিনি এও শেয়ার করেছেন যে এই সপ্তাহের শেষেই তিনি ও তাঁর বান্ধবী এক হতে চলেছেন।
বুধবার কেরি তার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি আইমি সিনাকোলার সাথে তার সম্পর্ককের কথা প্রকাশ করেন। পোস্টটিতে কেরি এবং সিনাকোলার একসাথে বেশ কয়েকটি ছবি দেখানো হয়েছে। এই প্রথমবার কেরি তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন হ্যাপি অর্থাৎ খুশি এবং তাঁর সাথেই একগুচ্ছ ভালবাসার ইমোজি জুরে দিয়েছেন।
কেরি ২০২০ সালের টোকিও অলিম্পিকে ব্যক্তিগতভাবে আমেরিকার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এবং তারপর ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে আমেরিকার মহিলা দলে যোগ দিয়েছিলেন। তিনি ভল্ট এবং ফ্লোর এক্সারসাইজ এর জন্য সবচেয়ে বেশি পরিচিত। ২০২০ সালে ফ্লোর এক্সারসাইজ এর জন্য স্বর্ণপদক, ২০২৪ সালে ভল্ট এর জন্য ব্রোঞ্জ পদক এবং সমগ্র টিম ইউএসএ কে সোনা জিততে সাহায্য করেছিলেন।
যদিও তাঁর সঙ্গিনী অ্যামি সিনাকোলা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় নি। তিনি কেরির মতো সেলিব্রিটি নন। তবে তার ইনস্টাগ্রাম বায়োতে লেখা আছে যে তিনি ওরেগন বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিক্স বিভাগের সৃজনশীল বিষয়বস্তুর পরিচালক। যা আকর্ষণীয় কারণ কেরি ওরেগন স্টেটে পড়াশোনা করেন এবং জিমন্যাস্টিক করেন। তার ওয়েবসাইটে বলা হয়েছে যে তিনি একজন প্রাক্তন এনসিএএ ডিভিশন ১ এর ক্রীড়াবিদ ছিলেন এবং গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে তার দক্ষতা রয়েছে।
কেরি বা সিনাকোলা কেউই তাদের সম্পর্কের কথা বিস্তারিতভাবে আলোচনা করেননি। তাই তারা কখন দেখা করেছিলেন বা কতদিন ধরে একসাথে ছিলেন তা স্পষ্ট নয়।
কেরির এই পোস্টটি দেখা মাত্রই কমেন্টে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। কেরির বন্ধুরা, সহকর্মী জিমন্যাস্ট এবং ভক্তরা সকলেই তাঁদের শুভেচ্ছার ও সমর্থনমূলক বার্তা পাঠায়। টিম ইউএসএ সুপারস্টার সিমোন বাইলস লেখেন যে তাঁদের অদ্ভুতরকম সুন্দর লাগছে। পোমেল ঘোড়া চ্যাম্পিয়ন স্টিফেন নেডোরোসিক লিখেছেন, এগিয়ে জাও জেড।
সানি লি এবং জর্ডান চিলিসও কমেন্টের মাধ্যমে অভিনন্দন জানান। জানা গিয়েছে সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে সানি লি, জর্ডান চিলিস এবং কেরিকে তাদের অনুরূপ দেখতে বড় বার্বি পুতুল দিয়ে সম্মানিত করা হয়েছে। টিম ইউএসএ জিমন্যাস্টিক্সের অফিসিয়াল অ্যাকাউন্টও থেকেও তাদের শুভকামনা জানিয়ে লেখা হয়েছে, সর্বদা তোমার এই সম্পর্কের প্রশংসা করব।
ইতিহাসের নানান ঘটনা থেকে বার বার প্রমাণিত হয়েছে যে ভালবাসার না আছে কোনও বয়স, না আছে লিঙ্গ, না আছে কোনও জাতিগত ভেদাভেব। আছে শুধু দুটি মন যারা শুধু একে অপরের সাথে ভাল থাকতে ছায়, সুখে থাকতে ছায়। সমাজের বহু নিয়ম তাঁদের এই সম্পর্কে বাঁধা তৈরি করলেও তাঁরা ভালবাসা দিয়ে সব বাঁধা ভেঙে জীবনে একসাথে এগিয়ে চলে। আর এদের ভালবাসাই ইতিহাসের পাতায় চির রঙিন হয়ে থাকে। এমনই রঙিন এক ভালবাসার প্রমাণ দিলেন কেরি ও সিনকোলা। তাই অনেকেই বলেছেন তাঁদের এই ভালবাসা যেন চিরজীবন এমনই সুন্দর থাকে।