আমুদরিয়া নিউজ : ডানার তাণ্ডবে প্রাণহানি না হলেও প্রচুর ক্রতি হযেছে রাস্তাঘাটের। ঘরবাড়ি উড়ে গিযেছে উপকূলের গ্রামগুলিতে। তাই আগামীকাল শনিবার ও রবিবার ওড়িশায় সরকারি অফিসারদের সব ছুটি বাতিল করেছে সে রাজ্যের সরকার। সরকারি নির্দেশে বলা হয়েছে, ত্রাণ ও পুনর্গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হলে তবেই ছুটি মিলবে।
