আমুদরিয়া নিউজ : সাগরে দীর্ঘ ৬৭ দিন ভেসে থাকার পরও জীবিত উদ্ধার করা হল এক ব্যক্তিকে। ওই ব্যক্তির নাম মিখাইল পিচুগিন। বয়স ৪৬। রাশিয়ার ওখটস্ক সাগরে নিখোঁজ হওয়া ওই ব্যক্তিকে জীবিত উদ্ধার করেন মৎস্যজীবীরা। এর আগে দুই মাসের বেশি বায়ু ভর্তি একটি ছোট রবারের নৌকায় ভেসে ছিলেন তিনি। সঙ্গে ছিল তাঁর ভাই ও ভাইপোর মৃতদেহ।
জানা গেছে, মৎস্যজীবীরা যে নৌকা থেকে মিখাইলকে জীবিত উদ্ধার করে, একই নৌকায় তাঁর ৪৯ বছর বয়সী ভাই সার্গেই ও ১৫ বছর বয়সী ভাইপো ইলায়ার মৃতদেহ পাওয়া গেছে। মিখাইল তাঁর ভাই ও ভাইপোকে নিয়ে গত আগস্টের শুরুতে সাগরে ভ্রমণে বেরিয়েছিলেন। তাঁরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন, সেখান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে নৌকাটি উদ্ধার করা হয় বলে জানা গেছে।