আমুদরিয়া নিউজ : যেকোনও বিষয়ের ওপর যদি কথা বলার দরকার হয়, তা হলে মানুষ সেখানে অনর্গল কথা বলতে পারে। এটাই মানুষের সবথেকে বড় শক্তি। তবে বিজ্ঞানীদের হাতে এবার অন্য একটি তথ্য এসেছে। কঙ্গো দ্বীপের জঙ্গলে বোনোবো নামের একটি শিম্পাঞ্জির প্রজাতি রয়েছে, যারা নিজেদের মধ্যে কথা বলতে একটি আলাদা ভাষা তৈরি করেছে। এই ভাষাতে তারা কথা বলে অন্যদের থেকে নিজেদেরকে আলাদা করতে চাইছে। বিষয়টি প্রথমে আমল না দিলেও পরবর্তীকালে এ বিষয়ে নড়েচড়ে বসেছেন বিজ্ঞানীরা। তারা বোনোবোদের কাছে গিয়ে দেখলেন সত্যিই তাদের একটি আলাদা ভাষা তৈরি হয়েছে। যেটি দিয়ে তারা অতি সহজেই নিজেদের মধ্যে কথা বলছে।
