আমুদরিয়া নিউজ : মঙ্গল গ্রহে বিষাক্ত ধুলো খুঁজে পেলেন গবেষকরা। গত মাসে জিওহেলথ জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, মঙ্গলগ্রহের ধুলোয় থাকা সিলিকা, জিপসাম, পারক্লোরেট এবং ন্যানোফেজ আয়রন অক্সাইডের মতো পদার্থগুলি মঙ্গল অভিযানের সদস্যদের বিপদ ডেকে আনতে পারে। সবচেয়ে বড় ঝুঁকির বিষয় হল মহাকাশচারীদের ফুসফুসে কোনও বড় রোগের কারণ হতে পারে। গবেষকরা জানিয়েছেন এই বিষাক্ত ধুলো শরীরে রক্তের উৎপাদনও বন্ধ করে দিতে পারে। তাই তাঁরা মহাকাশযানের কেবিন পরিষ্কার এবং ইলেক্ট্রো স্ট্যাটিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে ধুলোর সংস্পর্শ এড়ানোর কথা বলেছেন।
