আমুদরিয়ৈা নিউজ : আজ, ১ নভেম্বর, শুক্রবার থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়া গাইডলাইন চালু করছে। সেই অনুসারে আর্থিক লেনদেন, ক্রেডিট কার্ডের নিয়মের কিছু পরিবর্তন হচ্ছে। তা ছাড়া, মিউচুয়াল ফান্ড, টেলিকম, রেল টিকিট বুকিংয়েও কিছু নিয়মের পরিবর্তন হয়েছে।
আজ ১ নভেম্বর থেকে পাল্টেছে ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়ম। এখন আপনি আগের মতো ১২০ দিন আগে নয়, ৬০ দিন আগে ট্রেনের টিকিট বুক করতে পারবেন।
টেলিকম সেক্টরে বদল আসছে। সরকার জিও এবং এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলিকে স্প্যাম বন্ধ করতে মেসেজ ট্র্যাকিং সক্রিয়ভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে৷ জিও এবং এয়ারটেলের মতো সমস্ত টেলিকম সংস্থাগুলিকে স্প্যাম বার্তাগুলি ট্র্যাক এবং ব্লক করার নিয়মগুলি প্রয়োগ করতেই হবে। মেসেজ ট্রেসেবিলিটি নিয়মের অধীনে, টেলিকম সংস্থাগুলি সন্দেহজনক বা জাল নম্বরগুলি শনাক্ত করবে এবং অবিলম্বে সেগুলিকে ব্লক করবে। যাতে এই নম্বরগুলি ব্যবহাকারীদের কাছে কোনও খবর পৌঁছতে পারবে না বা কোনও রিকোয়েস্ট করতে পারবে না। ফলে, ইউজাররা আরও ভাল সুরক্ষা পাবেন। এগুলো ঠিকঠাক পালন না করলে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে।