আমুদরিয়া নিউজ : জলপাইগুড়ি জেলার সুকান্তপল্লী এলাকার তিস্তাপার সংলগ্ন অঞ্চলে বাইক আরোহীদের দৌরাত্ম্য বাড়ছে বলে অভিযোগ। শনিবার এমনই একটি বাইকের ধাক্কায় আহত হয় একটি শিশু। তাতে ক্ষোভ বেড়েছে এলাকায়। রাত বাড়লে বাইকের সংখ্যা ও গতিবেগ দুইই বাড়ে। ফলে পথ দুর্ঘটনা নাকি দিন দিন বেড়েই চলেছে এমনটাই এমনটা সূত্রের খবর।
কিছু ছেলেরা নাকি মদ্যপ অবস্থায় একে অপরের সাথে বাইক প্রতিযোগিতায় নামে বলে অভিযোগ এলাকাবাসীর।