আমুদরিয়া নিউজ ডেস্ক : লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গত সোমবারের হামলায় লেবাননে প্রায 500 জনের মৃত্যু হয়েছে।। আহত হয়েছে অনেকে। মঙ্গলবার দক্ষিণ লেবাননের শহর ও গ্রামগুলোর হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে রাতভর রাজধানী বেইরুটে পৌঁছানোর চেষ্টা শুরু করেছেন। দীর্ঘ যাত্রা পথে রাস্তার ধারে অনেককে থাকতে গিয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ২০০৬ সালের যুদ্ধের পর থেকে হিজবুল্লাহর গড়ে তোলা ঘাঁটি ধ্বংস করতে তারা এক হাজার ৩০০ লক্ষ্যবস্তুতে হামলা করেছে। হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ২০০ রকেট ছুড়েছে বলে সামরিক বাহিনী জানিয়েছে। তাতে দুজন আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে ৩৫ শিশু ও ৫৮ জন নারী আছে। আর আহত হয়েছে এক হাজার ৬৪৫ জন।