আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার থেকে ফালাকাটা পর্যন্ত ইস্ট ওয়েস্ট করিডোর বা মহাসড়কের কাজ দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে। মহাসড়কটি চার লেনে সম্প্রসারিত করার কাজ চলছে। এই কাজে প্রচুর মাটি ফেলা হচ্ছে। ডাম্পার ও ট্রাক ভর্তি করে মাটি ফেলা হচ্ছে। ফলে উড়ছে ধুলো। ধুলো নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নিচ্ছেনা মহাসড়কের কাজের বরাত প্রাপ্ত সংস্থা এমনটাই অভিযোগ আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের চাপড়েরপাড়, চেকো এলাকার বাসিন্দাদের। তারা জানান তাদের বাড়িঘরের বিছানা থেকে শুরু করে আসবাবপত্রের উপর পড়ছে পুরু ধুলোর আস্তরন, এমনকি খাবার দাবার সব খারাপ হয়ে যাচ্ছে।
ধুলোর জন্য সর্দিকাশি বা এলারজি ও চর্মরোগ দেখা দিচ্ছে। বরাত প্রাপ্ত সংস্থাকে বারবার বলা সত্বেও তারা ধুলো নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নিচ্ছেনা। একারনে বাধ্য হয়ে বাসিন্দারা আজ সলসলাবাড়ি আলিপুরদুয়ার সড়ক অবরোধ করেন।তাদের দাবি ধুলো নিয়ন্ত্রণে প্রতিদিন জল ছেটানোর ব্যবস্থা করতে হবে। সকাল এগারোটা ত্রিশ মিনিটে পথ অবরোধ শুরু হয়।
পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শামুকতলা থানার পুলিশ। অবরোধকারী ও কাজের বরাতপ্রাপ্ত সংস্থার প্রতিনিধিদের সাথে কথা বলেন পুলিশ কর্মীরা। জানা গেছে ধুলো নিবারনে প্রতিদিন গাড়ি করে জল ছেটানো হবে বলে আশ্বাস দেন বরাত প্রাপ্ত সংস্থার কর্মীরা। এই আশ্বাস পেয়ে দুপুর বারোটা পচিশ নাগাদ অবরোধ তুলে নেন বাসিন্দারা। তারা জানান ধুলো নিয়ন্ত্রণে সঠিক ব্যবস্থা গ্রহন না করা হলে তারা পরবর্তীতে বৃহৎ আন্দোলন শুরু করবেন।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম