আমুদরিয়া নিউজ : স্থানীয় বাসিন্দারা রুখে দাঁড়ানোয় বন্ধ হল অনাথ দৃষ্টিহীন মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার চক্রান্ত। পুলিশ গিয়ে উদ্ধার করল তরুণীকে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রিষড়ার ২৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাগপাড়া এলাকায়। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় এলাকায় খবর ছড়িয়ে পড়ে এক দৃষ্টিহীন তরুণী রাজি না থাকলেও তাঁকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
অভিযোগ ওঠে, কয়েকজন অপরিচিতর হাতে ওই তরুণীকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দেন স্থানীয় মহিলারা। শুরু হয় বচসা,চিৎকার। এরপরেই খবর দেওয়া হয় রিষড়া থানায়।