আমুদরিয়া নিউজ : মঙ্গলবার ভোরে তুরস্কের একটি জনপ্রিয় ১২ তলা রিসর্টে বিশাল পার্টি চলছিল। সে সময়ে কোনভাবে চারতলায় আগুন লেগে যায় । তা ক্রমশ ছড়িয়ে পড়লে ভয়াবহ কাণ্ড ঘটে। আগুনে পুড়ে, পালানোর জন্য লাফিয়ে ৭৬ জন মারা যান। ৫৫ জন জখম হন। কয়েক ঘণ্টা চেষ্টার পরে আগুন আয়ত্বে আসে। যে সময়ে আগুন লাগে তখন হোটেলে অন্তত ২৩৪ জন ছিলেন। আগুন নেভাতে ১২ ঘণ্টার বেশি সময় লেগেছে। তুরস্কের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনার পরে গাফিলতির অভিযোগে রিসর্টের মালিক সহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।