আমুদরিয়া নিউজ : উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড (UCC) কার্যকর হয়েছে। তাই লিভ-ইন সম্পর্ক নিয়ে জারি নতুন নিয়ম। নতুন নির্দেশ অনুযায়ী, লিভ ইন সম্পর্কে থাকতে গেলে একটি ১৬ পাতার ফর্ম ভরতে হবে পুরুষ এবং মহিলা দুজনকেই৷ আধারের সঙ্গে সংযুক্ত করা ওটিপি দিতে হবে নাম রেজিস্ট্রেশনের সময়৷ অতীতে কোনও সম্পর্ক থাকলে তার খুঁটিনাটি তথ্যও জানাতে হবে ৷
ধর্মীয় গুরুর থেকে লিখিত শংসাপত্র এনে জমা দিলে ওই যুগল পরস্পরকে বিয়ে করতে পারবেন৷