আমুদরিয়া নিউজ : জুনিয়র ডাক্তারদের কনভেনশনে প্রস্তাব পেশ হযেছিল, আর জি কর হাসপাতালের নির্যাতিতা তরুণী চিকিৎসকের স্মরণে হাসপাতালেই একটি প্রতীকি আবক্ষ মূর্তি বসানো হবে। সেই প্রস্তাব অনুমোদন করেন সকলেই। সেই মতো বুধবার মহালয়ার দিন সকালে আর জি কর মেডিক্যাল কলেজ হাসাপতালের অধ্যক্ষের অফিসের সামনেই বসানো হল আবক্ষ মূর্তিটি। অভয়া শিরোনামের মূর্তিটি তৈরি করেছেন অসিত সাঁই। কর্মক্ষেত্রে নির্মম অত্যাচারের শিকার হওয়া তিলোত্তমা তরুণীর প্রতীকি মূর্তিটি উন্মোচনের সময়ে ছিল ঠাসাঠাসি ভিড়।
