আমুদরিয়া নিউজ : আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে এবার মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ২ অক্টোবর মহালয়ার দিন কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছেন তাঁরা।
গান্ধী জয়ন্তী রয়েছে সে দিন। গান্ধী মূর্তির পাদদেশ থেকে বেলা ১টায় শুরু হয়ে কলেজ স্কোয়ার অবধি যাবে। আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে নানা জায়গায় আন্দোলন চলছে।
আগামী সপ্তাহেই সুপু্রিম কোর্টে মামলার পরের শুনানির দিন। তার আগে থেকে বিচারের দাবিতে নানা কর্মসূচি নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আমজনতাকেও তাঁদের কর্মসূচিতে সামিল হওয়ার অনুরোধ করেছেন তাঁরা। জুনিয়র ডাক্তাররা জানান, আগামী ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় পাড়ায়-পাড়ায় মিছিল করতে আবেদন জানানো হয়েছে সাধারণ মানুষকে।