আমুদরিয়া নিউজ : আজ, সোমবার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে। তার ফাঁসি হবে নাকি যাবজ্জীবন কারাবাস তা নিয়েই কৌতুহল তুঙ্গে। গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইমারজেন্সি ভবনের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ওই তরুণী চিকিৎসকের দেহ। তাঁকে ধর্ষণ ও খুন করা হয়েছে।
সিবিআই তদন্ত করে সাক্ষ্য প্রমাণ দাখিল করে জানায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ই দোষী। গত ১৮ জানুয়ারি সেই মামলায় দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে। এদিন সঞ্জয় এবং তাঁর আইনজীবীর কথা শুনবেন বিচারক। নির্যাতিতার পরিবারের বক্তব্যও শুনবেন তিনি। দুপুরে শাস্তি ঘোষণা করা হবে।