আমুদরিয়া নিউজ : আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার পাঁচ মাসের মাথায় শেষ হল শুনানি পর্ব। এখন ১৮ জানুয়ারি আর জি কর ধর্ষণ ও খুন মামলায় রায় দেবেন শিয়ালদহ আদালতের বিচারক। ওই মামলায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ই দোষী বলে জানিয়েছে সিবিআই।
সেই ব্যাপারে নথিপত্র, তথ্য প্রমাণ দাখিল করেছে সিবিআই। সিবিআইয়ের তরফে সঞ্জয়কে যেন ফাঁসির সাজা দেওয়া হয়, সেই আর্জি জানানো হয়েছে।