আমুদরিয়া নিউজ : আরজি কর মেডিক্যাল কলেজে নিহত ডাক্তারির ছাত্রীর দেহ যেখানে মিলেছিল, সেই সেমিনার হলে ধস্তাধস্তি বা প্রতিরোধের কোনও চিহ্ন পাননি ফরেনসিক বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ঘটনাস্থল হিসেবে এতদিন যে সেমিনার হলকে ক্রাইম সিন হিসেবে ধরা হচ্ছিল, সেটি আসলে ক্রাইম সিন নয়। এই রিপোর্টে দাবি করা হয়েছে, সেমিনার হলে বা সেখানে পাওয়া ম্যাট্রেসে কোনও ধস্তাধস্তির প্রমাণ নেই। এবং ধর্ষণের কোনও প্রতিরোধের চিহ্নও নেই।
ফলে প্রশ্ন উঠছে, অপরাধ অন্য কোথাও সংগঠিত হয়েছিল? যদি তেমন হয়ে থাকে, তা হলে সেমিনার হলকে ক্রাইম সিন হিসেবে দেখানোর উদ্দেশ্য কী ছিল?
এই তথ্য প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠছে- তবে কি অপরাধ অন্য কোথাও সংগঠিত হয়েছিল? যদি তা হয়ে থাকে, তাহলে সেমিনার হলকে ক্রাইম সিন হিসেবে দেখানোর উদ্দেশ্য কী ছিল? এছাড়াও, ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা নিয়েও সন্দেহ দানা বাঁধছে। অপরাধস্থল বদল করে কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ আড়াল করার চেষ্টা করা হয়েছিল কিনা, তা নিয়েও তদন্তকারীদের নতুন করে ভাবাচ্ছে।
২০২৪ সালের ৯ আগস্ট সকালে আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে ওই ডাক্তারি ছাত্রীর দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে ধর্ষণ ও খুন করা হয়েছে। পুলিশ ২৪ ঘণ্টার মধ্যেই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে। পরে আদালতের দায়িত্ব দেয় সিবিআইকে।
নির্যাতিতার মা-বাবা গোড়া থেকেই অভিযোগ করে আসছিলেন যে, সেমিনার হলটি প্রকৃত ক্রাইম সিন নয় এবং ঘটনাস্থল বদল করা হয়েছে। তারা আরও দাবি করেছিলেন যে, ম্যাট্রেসের চাদর বদল করা হয়েছে। তাঁরা ইতিমধ্যে ৪২টি প্রশ্ন তুলে ফের তদন্ত করাতে আদালতে আর্জি জানিয়েছেন।