আমুদরিয়া নিউজ : ভোরবেলায় হাঁটতে বেরিয়ে গুলিবিদ্ধ হযেছেন বিহারের রাষ্ট্রীয জনতা দলের এক নেতা। তাঁর নাম পঙ্কজ যাদব। বিহারের মুঙ্গের জেলার ঘটনা। তিনি রাষ্ট্রীয় জনতা দলের একজন সাধারণ সম্পাদক। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, আততায়ীর খোঁজ চলছে।
