আমুদরিয়া নিউজ : চলতি বছরে পথ দুর্ঘটনার জেরে মৃত্যুর হার ১৮ শতাংশ হ্রাস পেয়েছে কোচবিহারে। শনিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে এই তথ্য তুলে ধরেন কোচবিহার জেলা পুলিশ প্রশাসন। জেলা পুলিশের তরফে এদিন জানানো হয়, চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবরের পর্যন্ত পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩২১ জনের। গত বছর মৃত্যু হয়েছিল ৩৮৭ জনের। অর্থাৎ ১৮ শতাংশ মৃত্যুর হার হ্রাস পেয়েছে।দুর্ঘটনার জেরে আহতের হার হ্রাস পেয়েছে ২৮ শতাংশ। গত বছর পথ দুর্ঘটনায় আহত হয়েছিলেন ১৯৩ জন। এই বছর ১৭২ জন। শুধু পুজোর মরশুমে গতবারের তুলনায় এবছর মৃত্যুর হার হ্রাস পেয়েছে ৫১ শতাংশ।
গত বছর কোচবিহার জেলায় মৃত্যুর সংখ্যা ছিল ৩০। এবছর পুজোর মরশুমে পথ দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ফলে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এমনটা হয়েছে বলে এদিন জানানো হয়। এর পাশাপাশি ট্রাফিক অফিসাররা ভালো কাজ করছেন বলেও জানানো হয়। জেলা পুলিশের তরফে আগামী দিনে ট্রাফিক ব্যবস্থাকে আরও ঢেলে সাজানো হবে বলে জানা গিয়েছে।