আমুদরিয়া নিউজ : আলু সহ সমস্ত কৃষিজাত ফসলের সহায়ক মূল্য ঘোষনার দাবিতে পথ অবরোধ সারা ভারত কৃষক সভার কর্মী সমর্থকদের। সংগঠনের আলিপুরদুয়ার জেলা সভাপতি সুখময় রায় জানান এদিন রাজ্য জুড়ে এক ঘন্টার পথ অবরোধ কর্মসূচি আয়োজিত হয়। আলিপুরদুয়ার জেলাতেও এই কর্মসূচিঅনুসারে কামাখ্যাগুড়িতে শুক্রবার এক ঘন্টার পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি এক গুচ্ছ দাবি জানানো হয়। দাবি গুলি হলো তেরশো টাকা কুইন্টাল হিসাবে আলুর সহায়ক মূল্য ঘোষনা করতে হবে সরকারকে। পাশাপাশি সমস্ত কৃষি পণ্যের সহায়ক মূল্য ঘোষণা করার দাবিও জানানো হয়েছে।
রাজ্য সরকার ভিন রাজ্যে আলু রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা আরোপ করে তা করা চলবেনা, আলু চাষীদের থেকে তেরশো টাকা কুইন্টাল দরে আলু রাজ্য সরকারকে কিনতে হবে। সমস্ত কৃষি ঋন মকুব করা, ভর্তুকি মূল্যে সার ও বীজ কৃষকদের সরবরাহ করার দাবিও জানানো হয়। দাবি সমূহ পূরন না হলে সারা ভারত কৃষক সভা কৃষকদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলেও সুখময় রায় জানান।