আমুদরিয়া নিউজ : বিহার ট্রাফিক পুলিশ এক অভিযানে নেমে অন্তত ৫০ জন গাড়ির মালিককে সরকারি বোর্ড টাঙানোর জন্য জরিমানা করেছে। পাটনার ঘটনা। পুলিশ জানায়, ওই গাড়িগুলো নিজেদের কেন্দ্রীয় বা বিহার সরকারি কর্মকর্তা হিসাবে দেখাতে কোনও অনুমোদন ছাড়াই ধাতব প্লেটে সরকারের নামাঙ্কিত বোর্ড লাগিয়ে ঘোরাফেরা করছিল। সব মিলিয়ে ২৮ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে পুলিশ। বড়দিনের সময় পাটনা পুলিশ অভিযান চালায়। ওই সব গাড়িতে কোথাও ‘ভারত সরকার’, কোনটিতে ‘বিহার সরকার’ এবং আবার কোনটিতে তো ‘বিহার পুলিশ’ লেখা বোর্ড ছিল।