আমুদরিয়া নিউজ: বসত বাড়ির ছাদের উপর তীব্র চেঁচামিচি, প্রচণ্ড ঝগড়া, মারামারি। তার মধ্যেই নিমেষে ঘটে যাওয়া ঘটনায় তাজ্জব সকলে। ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে যে, একটা বাড়ির ছাদে প্রায় ৮ থেকে ১০ জন চেঁচামিচি, ঝগড়ার পর মারামারি করছেন। এখানে সামিল পুরুষ-মহিলা সকলেই। হঠাৎ, সম্পূর্ণ অপ্রত্যাশিত মুহূর্ত। দেখা যাচ্ছে দাপাদাপিতে ছাদের একাংশ ধসে গেল। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা হাস্যরস এবং বিস্ময়ের মিশ্রণে মন্তব্য বিভাগে ভরে তুলেছেন। একজন লিখেছেন, “তারা সম্পত্তি নিয়ে লড়াই করছিল এবং এখন সম্পত্তি তাদের বিরুদ্ধে পাল্টা লড়াই করেছে!”
