আমুদোরিয়া নিউজ : বিশ্ব জুড়ে মিসনি তার পোশাকে অনন্য প্যাটার্ন এবং উচ্চমানের টেক্সটাইলের জন্য পুরস্কৃত হয়েছিলেন। তার ব্র্যান্ডের পোশাকে মডার্ন আর্টের ছোঁয়া লক্ষ করা যায়, যা তার ব্র্যান্ডকে এক অদ্বিতীয় তথা আড়ম্বরপূর্ণ লুক দেয়।
ইটালিয়ান ডিজাইনার রোজিটা মিসনির হাত ধরে এগিয়েছে বহু ফ্যাশন ট্রেন্ড। সেই তিনি মারা গেলেন বুধবার, তাঁর বয়স ছিল ৯৩। সত্যিই ফ্যাশনের দুনিয়ায় তাঁর কৃতিত্ব অতুলনীয়।