আমুদরিয়া নিউজ : মঙ্গলবার বিকেলে বিধানসভায় বার্ষিক বাজেট পাঠের সময় তেলেঙ্গানায় ৭২তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার সমালোচনা করেছেন বিআরএস নেতারা। তাঁদের অভিযোগ, কৃষকরা যখন আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন, অনেকে চাকরি পাচ্ছেন না, তখন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ২০০ কোটি টাকা ব্যয় করা সম্পূর্ণ অন্যায়। এ নিয়ে কংগ্রেসও পাল্টা জবাব দেয়। তাঁরা বলে, বিরোধী দল দুমুখো এবং ভণ্ড। নিজেদের জালিয়াতিগুলি ঢেকে তাঁরা এখন সরকারের পেছনে লাগছে। প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বার ভারত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করবে। ২০২৪ সালের অনুষ্ঠানটি মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল।
