আমুদরিয়া নিউজ : এবার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ইসকনের সন্ন্যাসী চিন্ময কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায কড়া বিহৃতি দিল আরএসএস। শনিবার আরএসএস এক বিবৃতিতে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের নিন্দা করেছে। সঙ্ঘনেতা দত্তাত্রেয় হোসাবলে সেই বিবৃতিতে জানান, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সমস্ত সংখ্যালঘুদের উপর ইসলামি চরমপন্থীদের অত্যাচার, সংখ্যালঘু মহিলাদের ওপর হামলা, খুন, লুটপাট, অগ্নিসংযোগ এবং অমানবিক অত্যাচারের ঘটনা খুবই উদ্বেগজনক। কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে আরএসএস।
এদিকে, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধের ইঙ্গিত দিয়েছে বিজেপির দখলে থাকা ত্রিপুরার সরকার। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের মতে, যা চলছে বাংলাদেশে, তাতে তাদের সঙ্গে ত্রিপুরার দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করা হতে পারে। মুখ্যমন্ত্রী জানান, ইসকনের প্রাক্তন সদস্য ও হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা ভারী অন্যায় হয়েছে। কারণ, তিনি শান্তিপূর্ণ বিক্ষোভে হিন্দুদের নেতৃত্ব দিচ্ছেন।