আমুদরিয়া নিউজ : পুষ্পা টু-এর প্রিমিয়ারে প্রিয় নায়ক আল্লু অর্জুনকে একবার কাছ থেকে দেখতে গিযে ভিড়ের চাপাচাপির মধ্যে পড়ে মা ও শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে হায়দরাবাদের একটি থিয়েটার হলের সামনে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সারা দেশে মুক্তি পাচ্ছে পুষ্পা টু। তার আগে প্রিমিয়ার হচ্ছিল ওই রাতে। সে জন্য ভিড় হয়েছিল ।
সেখানেই ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলেন প্রায় ৩৮ বছর বয়সী মহিলা। হঠাৎ ধাক্কাধাক্কি শুরু হয়। কারণ, তখন গাড়ি থেকে নামেন আল্লু অর্জুন। ভিড়ের মধ্যে নিচে পড়ে যান মহিলা। তাঁর শিশুটিও। পদপিষ্ট হয়ে দুজনেরই মৃত্যু হয়।