আমুদরিয়া নিউজ : ভাগলপুরের শ্রমিক প্রশান্ত মণ্ডলকে বিষাক্ত রাসেল ভাইপার সাপ কামড়ায়। ডানহাতে কামড়ানোর পরে তিনি সাপটিকে ধরে ফেলেন। সাপটির গলা চিপেই ডান হাতে ব্যান্ডেদ করান। তার পরে বাড়ির লোকজনকে নিয়ে হাসপাতালে যান। গলায় জ্যান্ত সাপ। ডাক্তারদের তিনি বলেন, সাপটি কি জাতের, কতটা বিষাক্ত সেটা দেখালে চিকিৎসায় সুবিধা হবে বলেই তিনি সেটিকে সঙ্গে এনেছেন। তাঁকে চিকিৎসার জন্য বেডে শোযালেও সাপটিকে হাতছাড়া করতে চাইছিলেন না। চিকিৎসকেরা জানান, সাপটি না সরালে চিকিৎসায় অসুবিধে হবে। তখন বাড়ির লোকেরা একটি চটের বস্তায় সাপটিকে পুরে বেঁধে রাখেন। অ্যান্টি ভেনম দিয়ে চিকিৎসার পরে সাপটিকে তাঁরা বন দফতরের হাতে তুলে দেন।
