আমুদরিয়া নিউজ : আমেরিকায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন আগামী ২০ জানুয়ারি। তার আগে ফের ইউক্রেনে হামলা জোরদার করল রাশিয়া। আল জাজিরা সংবাধ মাধ্যম সূত্রে দাবি করা হয়েছে, শুক্রবার ইউক্রেনে ফের হামলা চালিয়েছে রাশিয়া।
প্রায় দু বছরের বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। দুপক্ষের বহু হতাহতের খবর রয়েছে। আমেরিকার ভাবী প্রেসিডেন্ট রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ভোটের প্রচারের সময়ে অনেক কথাই বলেছিলেন। ফলে, তাঁর শপথ গ্রহণের আগে আমেরিকার উপরে চাপ বাড়াতেই হামলা জোরদার হল কি না তা নিয়ে আলোচনা চলছে।