আমুদরিয়া নিউজ : এবার আমেরিকাকে ক্ষেপণাস্ত্র নিয়ে ডুয়েল লড়ার আহ্বান করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার তিনি সংবাদ মাধ্যমে জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়া একটি পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্রের ডুয়েল লড়তে চায়।
যেখানে রাশিয়া দেখাবে তাদের নতুন ওরেশনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কীভাবে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে হারিয়ে দিতে পারে। রাশিয়ার প্রেসিডেন্টের পরামর্শ এই পরীক্ষামূলক লড়াইয়ের জন্য উভয় পক্ষই একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করবে। পুতিনের দাবি, তাঁরা এই ধরনের একটি পরীক্ষার জন্য প্রস্তুত। রাশিয়া ইতিমধ্যেই ইউক্রেনে ওই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।