আমুদরিয়া নিউজ : ২০২২ সাল থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। আহত-নিহতের সংখ্যা বহু। কিন্তু, গোটা বিশ্বের চাপে ক্রমশ যুদ্ধবিরতির দিকে যেতে হচ্ছে দু-দেশকে। ইংরেজি নতুন বছরের শেষে সেই বিরতি বার্তা জোরদার করতে দুই যুযুধান দেশ ১৫০ জন করে যুদ্ধবন্দি সেনাকে মুক্তি দিল। এই সেনা বিনিময়ের মধ্যস্থতাকারী দেশ হল সৌদি আরব।
দু-দেশের এই বন্দি সেনারা নতুন ইংরেজি বছর নিজের দেশে কাটাতে পারবেন।