আমুদরিয়া নিউজ : এবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধে পারমাণবিক হামলার হুমকি। সেই হুমকি দিল রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়া হুমকি দিয়ে জানিয়ে দিয়েছে, ইউক্রেন রাশিয়ার উপরে মিসাইল দিয়ে হামলা চালালে পাল্টা পারমাণবিক হামলা করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে ওই হুঁশিয়ারি দেন।
তিনি এটাও জানিয়ে দেন, যদি রাশিয়ায় ইুক্রেমনের মিসাইল হানা হয়, তা হলে আমেরিকা ও ন্যাটোর সদস্য ভুক্ত দেশগুলিকে ভুগতে হবে। প্রয়োজনে পারমাণবিক হামলা করবে রাশিয়া। সম্প্রতি ইউক্রেন আমেরিকা ও ব্রিটেনের থেকে প্রচুর মিসাইল পেয়েছে। এতদিন তা ব্যবহার করতে পারেনি ন্যাটোর নিষেধাজ্ঞার জন্য। তা তুলে নিয়েছে ন্যাটো। গত ২ বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। দু-দেশে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে।