আমুদরিয়া নিউজ : ১৫ তম এয়ার ইন্ডিয়া শো তে মুখোমুখি উড়ল রুশ এসইউ–৫৭ ও আমেরিকান এফ–৩৫ যুদ্ধবিমান। বিমান মহড়াটি হয়েছিল বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কাতে। ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিজির প্রতিরক্ষামন্ত্রী পিও টিকোডুয়াডুয়া ।
