আমুদরিয়া নিউজ : একটি স্কুটার বোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে রাশিয়ার পরমাণু সুরক্ষা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভের দেহ। মঙ্গলবার মস্কোতে ওই ভয়াবহ বিস্ফোরণ হয়। একটি ইলেকট্রিক স্কুটারের মধ্যে বিস্ফোরক রাখা ছিল বলে মনে করা হচ্ছে।। তা ফেটে ছিন্নভিন্ন হয়ে যায় ওই আধিকারিক এবং তাঁর সহকারীর দেহ। রাশিয়ার পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক অস্ত্র বাহিনীর দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ। রুশ সংবাদমাধ্যমে বিস্ফোরণস্থল এবং স্কুটারের ধ্বংসাবশেষের কিছু ছবি প্রকাশিত হয়েছে।
যেখানে দেখা গিয়েছে ছিন্নভিন্ন দু’টি দেহ পড়ে রয়েছে। একদিন আগেই ইউক্রেনের তরফে অভিযোগ করা হয়, ইগর কিরিলভ নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছেন। কিন্তু, রাশিয়া তা অস্বীকার করেছে। অভিযোগ-পাল্টা অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল। সন্দেহের তির কার দিকে তা এখনও রাশিয়া স্পষ্ট করেনি।