আমুদরিয়া নিউজ: প্রায় ২ বছর ধরে বিশ্বের নানা প্রান্তে স্টেজ মাতিয়ে চলেছে পপ সেনসেশন টেলর সুইফটের ‘দ্য এরাস ট্যুর’। আমেরিকান এই ইয়োথ আইকনের প্রত্যেক কনসার্টের জনস্রোতই প্রমাণ দেয় একইসাথে কতটা জনপ্রিয় ও সফল তিনি।
শুধু গানই নয়, স্টেজে প্রতিবার লাইমলাইট কেড়ে নেয় সুইফটের নিত্য-নতুন চমকিলা রূপ। শনিবার রাতে তিনি মঞ্চ মাতান আমেরিকার নিউ অরলিনসে। প্রায় ৬৫ হাজার দর্শক-শ্রোতার এই কনসার্টে চমক হিসেবে মঞ্চে হাজির করেন আরেক জনপ্রিয় গায়িকা সাবরিনা কার্পেন্টারকে। অনুরাগীদের উচ্ছ্বাস বেড়ে যায় আরও কয়েক গুণ। যেন মেঘ না চাইতেই জল অনুভূতি দেয় বন্ধু সাবরিনার ‘এসপ্রেসো’ গানে সুইফটের ডুয়েট পারফর্ম্যান্স।