আমুদরিয়া নিউজ : পপস্টারদের মধ্যে বর্তমানে পরিচিত নাম সাবরিনা কার্পেন্টার।
এবারের আমেরিকার নির্বাচনে একক শিল্পী হিসেবে প্রায় ৩ লাখের ভোটারদের তালিকাভুক্ত করতে সবচেয়ে বড় অবদান রেখেছেন সাবরিনা, যার মধ্যে ২৭ হাজার নতুন ভোটার। ‘এসপ্রেসো’ গায়িকার চলতি বছরের ‘শর্ট অ্যান্ড সুইট’ সংগীত সফরেই এটি সম্ভব হয়েছে।
প্রতিটি ট্যুরেই গানের সঙ্গে অনুরাগীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ২৫ বছর বয়সী গায়িকা।