আমুদরিয়া নিউজ : ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে কোনো খামতি রাখতে চাইছে না পশ্চিমবঙ্গ সরকার। বিশেষ করে দরিদ্র ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তাদের পড়াশোনার সুবিধার জন্য নানা রকম শিক্ষা সামগ্রী সরকারি স্কুল থেকে প্রদান করা হয়। সবুজ সাথী, কন্যাশ্রী, ট্যাব কেনার টাকা, বিভিন্ন রকম স্কলারশিপ ছাত্রছাত্রীরা পেয়ে থাকে। এর পাশাপাশি এবার পডুয়াদের পড়াশোনার সুবিধার জন্য নতুন এক উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। সাধারণত নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পাঠ্য বইয়ের পাশাপাশি সহায়ক বইয়ের দরকার হয়। খোলা বাজারে বিভিন্ন লেখক ও প্রকাশনীর একই বিষয়ের অনেক বই পাওয়া যায়। সেই সব সহায়ক বইয়ের দাম অনেকটা বেশি। ফলে দরিদ্র ও আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের পক্ষে সেই সব বই কিনে পড়া সম্ভব হয় না।
জানা গিয়েছে, এবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সহায়ক বই প্রদানের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দিন কয়েক আগে বারাসাতে বইমেলা উদ্বোধন করতে এসে রাজ্য সরকারের এই নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি জানিয়েছেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যদি সহায়ক বইয়ের জন্য সরকারি গ্রন্থাগারে আবেদন করে, তাহলে তাদের বিনামূল্যে সেই বই দেওয়া হবে। সরকারের এই নতুন উদ্যোগে স্বভাবতই উচ্ছসিত পড়ুয়ারা। তবে প্রথম পর্যায়ে সমস্ত স্কুলকে এই ব্যবস্থার আওতায় নিয়ে আসা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে গ্রন্থাগার দফতরের। সমস্ত দিক খতিয়ে দেখেই এই প্রকল্প এগোবে বলে জানা যাচ্ছে। তবে এই উদ্যোগ বাস্তবায়িত হলে উপকৃত হবে বহু ছাত্রছাত্রী।