আমুদরিয়া নিউজ : জাতীয় গেমস্ এ উত্তরপ্রদেশের শচীন যাদব জ্যাভলিন থ্রো ইভেন্টে ৮৪.৩৯ মিটার থ্রো করে বুধবার সোনাজয় করেন। একইসঙ্গে তিনি রাজেন্দ্র সিংহ এর পূর্ববর্তী ৮২.২৩ মিটারের ন্যাশনাল রেকর্ড ভেঙে নজির গড়েন। দিনটি সত্যিই খুবই সফলতম দিন ছিলো উত্তরপ্রদেশের জন্য। এইদিন শচীন যাদবের সোনা সহ মোট ৬ টি মেডেল জেতে তারা। জ্যাভলিন থ্রোতে দ্বিতীয় হন উত্তরপ্রদেশেরই রোহিত যাদব। এবং উত্তরাখণ্ডের বিকাশ শর্মা ব্রোঞ্জ হাতে ঘরে ফেরেন।
