আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার জেলা পুলিশের কুমারগ্রাম থানার বারোবিশা ট্রাফিক গার্ডের উদ্যোগে বৃহস্পতিবার বারোবিশা চৌপথিতে আয়োজিত হয় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এদিনের কর্মসূচিতে পথ চলতি মানুষ, ও যানবাহন চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হয়। মোটরবাইক চালকদের হেলমেট পড়ে বাইক চালাতে ও ছোট চার চাকার চালকদের সিট বেল্ট পড়ে গাড়ি চালাতে পরামর্শ দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারোবিশা ট্রাফিক গার্ডের ওসি অনিল রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ সহ এলাকার বিশিষ্টজনেরা।
